শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসা’র আধুনিকায়ন এবং ছাত্র/শিক্ষক ও অভিভাবকের মধ্যে উন্নত যোগাযোগ সৃষ্টি, ক্লাসে অধিক উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার গুনগতমান বৃদ্ধির জন্য ডায়নামিক ওয়েব সাইটউন্নয়ন চলছে। আশা করি এর মাধ্যমে মাদরাসা’র সামগ্রিক ব্যবস্থাপনা পরিপূর্ণ ডিজিটালাইজেশন হবে। এবং সকলেই উপকৃত হবেন।
ছাত্র/ছাত্রীরা মাদরাসা’র ওয়েব সাইটে ভিজিট করে তাদের প্রোফাইণ দেখতে পারবে, ফলাফল দেখতে পারবে ও প্রিন্ট করে নিতে পারবে। এছাড়াও মাদরাসা সম্পর্কিত যাবতীয় তথ্য এই ডায়নামিক ওয়েব সাইটে পাওয়া যাবে। আশা করা যাচ্ছে এর মাধ্যমে শিক্ষার গুনগতমান নিশ্চিতকরনে ইতিবাচক প্রভাব ফেলবে।
ডায়নামিক ওয়েবসাইট ও সফট্ওয়্যারের সুযোগ-সুবিধাসমুহ..
📌শিক্ষার্থী অনলাইনে ভর্তি
📌ডায়নামিক পদ্ধতিতে অনলাইন ফলাফল
📌সমস্ত ছাত্র/ছাত্রীকে এসএমএস মাধ্যমে এক ক্লিকে স্কুলের সকল ছাত্র/ছাত্রীকে রেজাল্ট পাঠানো।
📌প্রতি পরীক্ষার জন্য অটো প্রবেশপত্র, সীট কার্ড, উপস্থিতিপত্র
📌আইডি কার্ড অটো (বিভিন্ন ধরণের টেমপ্লেট ডিজাইন অটো)
📌অটো একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রেজিষ্ট্রেশন
📌সার্টিফিকেট/ প্রত্যায়ন/প্রসাংশাপত্র অটো তৈরি
📌বেতন আদায় (ক্যাশ, বিকাস, ইত্যাদির মাধ্যমে এছাড়াও স্টুডেন্ট লগিন করে বিকাস, নগদ ইত্যাদির মাধ্যমে পেমেট।
📌শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অটো আইডি কার্ড
📌এসএমএস, ডিজিটাল হাজিরা
📌দৈনিক আয় ব্যয় হিসাব- ( দৈনিক/মাসিক/বাৎসারিক/ তারিখ/সাল/শ্রেণী/ইত্যাদি নিদিষ্ট ছাত্র/ছাত্রীর হিসাব দেখা যাবে।)
📌ব্যায়ের হিসাব/আয়ের হিসাব/ ব্যালেস সীট/ একক/ যৌথ ইত্যাদি
📌বকেয়া হিসাব- নিদিষ্ট অংক লিখে sms পাঠানো ছাত্র/ছাত্রীদের
📌মাসিক ফি কালেকশন- কোন মাসে কতজন দেয়নি ও দিছে তার অটো লিষ্ট তৈরি
📌নিদিষ্ট অংক লিখে দিলে এডমিন ছাত্র/ছাত্রী লগিন করে ঐ অংকের টাকা ছাড়া পেমেট করতে পারবে না।
📌অটো গ্রেডিং সিষ্টেম
📌রেজেল্ট প্রকাশ- এডমিন একক্লিকে প্রকাশ করার সুবিধা।
📌প্রথম সাময়িক/দ্বিতীয় সাময়িক/বাষিক ইত্যাদির মাধ্যমে সহজেই মার্ক আপলোড।
📌দৈনিক ব্যাকআপ – নিশ্চিতে ডাটা সুরক্ষা থাকবে
📌ভর্তি হও সাথে সাথে এসএমএস/ পেমেট করার সাথে এসএমএস
📌এডমিন – নোটিশ পাঠানো: স্টুডেন্ট/টিচার/ইউজার (নিজস্ব ড্যান্সবোর্ডে সো হবে।
📌লগিন ওটিপি সিস্টেম মোবাইলে বা ইমেইল
📌চূড়ান্ত ফলাফল এর সংক্ষিপ্ত বিবরণী
📌প্রগেসিভ রিপোর্ট (প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, চূড়ান্ত ফলাফল(গড় ভিক্তিক ফলাফল) সর্বোচ্চ নম্বার/প্রাপ্তা নম্বর/জিপি/গ্রেড।
ধন্যবাদ সফট্ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান MS3 Technology BD Pvt Ltd (শিবগঞ্জ পয়েন্ট, সিলেট) কে তাদের বর্ণমালা নামক শিক্ষা প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়কারী সফট্ওয়্যার ও সার্ভিস প্রদানের জন্য। আশা করি তাদের সার্ভিস নিখুত হবে।
শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসা
শ্রীমঙ্গল, মৌলভীবাজার
“গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”
মোবাঃ +880 1309-129781
ই-মেইল: sf.madrasha@gmail.com
ওয়েব: www.saufm.edu.bd