শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদরাসা বাংলাদেশের অন্যতম সুপরিচিত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান । মাদরাসাটি চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত । ১৯৬৮ ইং সালে প্রতিষ্ঠিত মাদরাসাটি দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।
বর্তমান সময়ে ওয়েব সাইট একটি যুগোপযোগী উন্নত যোগাযোগ মাধ্যম । আমরা অত্যন্ত আনন্দিত যে, মহান আল্লাহর মেহেরবাণীতে মাদরাসার ওয়েব সাইট চালু করতে পেরেছি । এর ফলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিবাবকগণের পক্ষে
মাদরাসার যাবতীয় কার্যক্রম সম্পর্কে তথ্য জানা সহজতর হবে এবং সাধারণ তথ্য জানার জন্য শিক্ষার্থীদের অফিস কক্ষে ভীড় জমানোর প্রয়োজন হবে না । দেশ-বিদেশের যে কোন জায়গা থেকে মাদরাসার একাডেমিক কার্যক্রমের সকল তথ্য সহজেই জানা সম্ভব হবে ।
প্রযুক্তিগত সকল কার্যক্রম যথাযথভাবে এগিয়ে নেবার লক্ষে শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী এবং শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি ।